১৩০ পদের বিশাল নিয়োগ, ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবে
Last Updated on September 22, 2022
দারাজ ১৩০ টি কাস্টমার কেয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
দারাজ বাংলাদেশ একটি ই-কমার্স প্রতিস্থান যার মালিকানায় রয়েছে চীনের আলিবাবা গ্রুপ। দারাজ বাংলাদেশ ১৩০ টি কাস্টমার কেয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে অধ্যায়নরত স্নাতক/সম্মান পাস ও শিক্ষার্থীগন অয়াবেদন করতে পারবে। মাসিক বেতন ১৪০০০ থেকে ১৫০০০ টাকা। জব সম্পর্কে বিস্তারিত এবং আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হল।

কাজের প্রসঙ্গ
- প্রার্থীদের রোস্টার ভিত্তিতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- সপ্তাহে 6 দিন এবং 9 ঘন্টা শিফট কাজ করতে হবে।
কাজের দায়িত্ব
- লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহকদের মানসম্পন্ন পরিষেবা প্রদান করুন।
- গ্রাহকের অন্তর্দৃষ্টি বোঝা এবঝাএবং সংশ্লিষ্ট ডিপারত
- KPI টার্গেট নিয়মিত বজায় রাখা
- কোম্পানির নিয়ম অনুসারে সার্ভিসের মান বজায় রাখা
গ্রাহক সেবা এজেন্ট – ডিজিটাল
নিয়গের ধরন
চুক্তিভিত্তিক
শিক্ষাগত প্রয়োজনীয়তা
- যেকোনো বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি
- স্নাতক/সম্মানে অধ্যায়নরত শিক্ষার্থী যারা অফিসের সময় ম্যানেজ করতে পারবে তারা আবেদন করতে পারে।
- ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালভাবে যোগাযোগ দক্ষতা।
- প্রতি মিনিটে 30 শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
- কম্পিউটার চালাতে পারা এবং এমএস অফিস জানা থাকতে হবে।
- চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
- প্রয়োজনীয় দক্ষতা: গ্রাহক পরিষেবা, ভাল যোগাযোগ দক্ষতা, অবশ্যই ভাল, টাইপিং গতি (বাংলা ও ইংরেজি উভয়), পেশাদার ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা
- সর্বোচ্চ 1 বছর
- আবেদনকারীদের কল সেন্টার গ্রাহক সেবাঅভিজ্ঞতা থাকতে হবে:
- আবেদনকারীদের ই-কমার্স এরিয়াতে অভিজ্ঞতা থাকতে হবে।
- ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে
অতিরিক্ত আবশ্যক
- বয়স 20 থেকে 35 বছর
- পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে
চাকুরি স্থান
ঢাকা (ধানমন্ডি)
মাসিক বেতন বেতন
- ১৪০০০ থেকে ১৫০০০ টাকা।
- অনান্য সুবিধা কোম্পানির নীতি অনুযায়ী।
কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা
পারফরম্যান্স এবং প্রয়োজনের ভিত্তিতে চুক্তির সম্প্রসারণ সম্ভব
আবেদনের শেষ সময়ঃ ২৩ সেপ্টেম্বর ২০২২
Share